Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তড়িৎ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন, বাড়ছে হৃদরোগজনিত জটিলতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০৭ পিএম

বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় ধীরে ধীরে ওমিক্রনের তীব্রতা বাড়ছে। গত মাসের তুলনায় সেখানে চলতি মাসে ওমিক্রন বিএ.২ এর কেস বেড়েছে। কোভিডের আসল ভ্যারিয়েন্টেরে চেয়েই সাব ভ্যারিয়েন্ট ৩০ শতাংশ দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে পারে। এই দাবি করেছে এক গবেষণা, যা প্রকাশিত হয়েছে ন্যাশনাল পাবলিক রেডিওতে।

কোভিড ঘিরে বিধি নিষেধ থেকে ক্রমেই বিভিন্ন দেশে ছাড় দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞদের দাবি, এভাবে বিধিতে শিথিলতা বিপদও ডেকে আনতে পারে ভবিষ্যতে। কারণ হু হু করে ছড়িয়ে পড়ছে ওমিক্রন বিএ.২। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের এই সাব ভ্যারিয়েন্টের তড়িত গতিতে ছড়িয়ে পড়া নিয়ে ইতিমধ্যেই সাবধান করেছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, কোভিডের জেরে সবচেয়ে বিধ্বস্ত দেশ এই মুহূর্তে ভারত ও আমেরিকা। আর এই দুই দেশেই কোভিড বিধি খানিকটা শিথিল হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় ধীরে ধীরে ওমিক্রনের তীব্রতা বাড়ছে। গত মাসের তুলনায় সেখানে চলতি মাসে ওমিক্রন বিএ.২ এর কেস বেড়েছে। কোভিডের আসল ভ্যারিয়েন্টেরে চেয়েই সাব ভ্যারিয়েন্ট ৩০ শতাংশ দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে পারে। এই দাবি করেছে এক গবেষণা, যা প্রকাশিত হয়েছে ন্যাশনাল পাবলিক রেডিওতে। ওমিক্রন নির্ভর কোভিডের দ্বিতীয় স্রোত ইতিমধ্যেই আছড়ে পড়তে শুরু করেছে। আর তার মূল হোথা সাবভ্যারিয়েন্ট বিএ.২। ইতিমধ্যেই এই সাবভ্যারিয়েন্ট হানা দিয়েছে দক্ষিণ আফ্রিকার মতো দেশে।

একইভাবে এই ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রকেও ব্যাপকভাবে উদ্বেগে রাখতে শুরু করেছে। সেখানে সংক্রমণের ৩.৯ শতাংশ আপাতত এই সাব ভ্যারিয়েন্টের কেস বলে জানা যাচ্ছে। এদিকে নেচার পত্রিকায় উঠে এসেছে আরও একটি গবেষণার তথ্য। সেখানে কোভিডের প্রভাবে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। গবেষণায় দেওয়া তথ্যে বলা হচ্ছে যে, কোভিডের ফলে ক্রমাগত বাড়ছে হৃদরোগ সংক্রান্ত সমস্যা। সূত্র: হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ