Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ পিতা-পুত্রের জন্মদিন

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিশিষ্ট অভিনেতা আলী যাকের ও তার পুত্র অভিনেতা ইরেশ যাকেরের জন্মদিন। জন্মদিন উপলক্ষে পিতা-পুত্র চ্যানলে আইয়ের সরাসরি অনুষ্ঠান ‘তারকা কথন’-এ উপস্থিত থাকবেন। আলী যাকেরের বাসা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে আজ। অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা জানান, যেহেতু পিতা-পুত্রের জন্মদিন একইদিনে তাই স্বাভাবিকভাবে নিয়মিত সিডিউলের চেয়ে একটু বেশি সময় নিয়ে অর্থাৎ বেলা ১২.১৫ মিনিটে আজকের ‘তারকা কথন’ অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। আজকের পর্বটির উপস্থাপনা করবেন দিলরুবা সাথী। আলী যাকের বলেন, ‘সত্যি বলতে কী আমার নিজের জন্মদিন নিজেরই মনে থাকে না। কিন্তু প্রযোজক রুমা আবার কখনো ভুলতেও দেয় না। ঠিকই জন্মদিন আসার আগে আমাকে মনে করিয়ে দেয়। আমার বাবা-মা কখনো ছোটবেলায় জন্মদিন বিশেষভাবে উদযাপন করেননি। শুধু এতোটুকু মনে আছে আমার যে আমার কপালে পয়সা ছুঁেয় তা ফকিরকে দিয়ে দেয়া হতো। এর বাইরে বিশেষ আর কিছুই করা হতো না।’ ইরেশ যাকের বলেন, ‘১৯৮৬-এর কথা। আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। সেই বছর আমাদের বেইলী রোডের বাসার বাগানে প্রথম আমার বন্ধু বান্ধবদের নিয়ে জন্মদিনের পার্টি করা হয়। এরপর সাধারণত বাবার জন্মদিনেই টুকটাক পার্টি হয়েছে, কিন্তু আমার জন্য নয়। পড়াশুনার জন্য মাঝে প্রায় দশ বছর দেশের বাইরে ছিলাম। তখন জন্মদিনে পরিবারের কেউই আমার সঙ্গে ছিলেন না। তবে দেশে ফেরার পর মনে আছে যে একবার সবাই আমার জন্মদিন ভুলে গিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ পিতা-পুত্রের জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ