Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেরে চেয়ে সিডন্সকে এগিয়ে রাখছেন ডমিঙ্গো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০০ পিএম

আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুক্রবার মাঠে নামবে টাইগাররা। তার আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে কঠোর অনুশীলন করেছে টিম বাংলাদেশ। তবে অনুশীলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চেয়ে ব্যাটিং কোচ জেমি সিডন্সের দিকেই দৃষ্টি ছিল সবার।

২০০৭ সাল থেকে চার বছর টাইগারদের হেড কোচ ছিলেন সিডন্স। এবার আফগানিস্তান সিরিজ থেকেই নতুন ভূমিকায় রয়েছেন তিনি। ডমিঙ্গো এবং সিডন্সের মধ্যে ইগো সমস্যা তৈরি হয় কি না, তা নিয়ে দেশের ক্রিকেটে অনেক আলোচনা থাকলেও ব্যাপারটি আসলে সেরকম নয়।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেছেন সিডন্সকে নিয়ে, ‘দেখুন, সে অনেক অভিজ্ঞ এক কোচ। বিশ্বজুড়ে কোচিং করিয়েছেন। এখানকার সিস্টেম সে জানে, অনেক খেলোয়াড়কে সে চেনে। হয়তো আমার চেয়েও ভালো জানে, কারণ আগেও সে এখানে ছিল। তাই তাকে পেয়ে ভালো লাগছে। কোচিং স্টাফে সে অনেক অভিজ্ঞতা বাড়িয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও সিরিজ শুরুর আগে জানিয়েছিলেন,‘আমরা একটা দল। রাসেল হেড কোচ হয়ে সেই দলের অংশ, আর জেমি ব্যাটিং কোচ হয়ে। আমার মনে হয় না এটা নিয়ে আমাদের আলাদাভাবে চিন্তা করার কিছু আছে। যারা এই দলে আছে, তারা সবাই মিলেই বাংলাদেশ দল। ম্যানেজমেন্ট বলুন, খেলোয়াড় বলুন, আমরা সবাই এক। এভাবেই আমরা এগোতে চেষ্টা করব। দূরত্ব থাকলে ভালো কিছু হবে না। খেলোয়াড়-স্টাফ আমরা সবাই জানি আমরা একটি দল। ভালো খেলি খারাপ খেলি, একসঙ্গেই থাকব আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ