গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- মো. সাদ্দাম হোসেন সাব্বির ওরফে সাগর ও মো. জালাল।
গতকাল র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল করীব জানান, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী দীর্ঘদিন ধরে হাতিরঝিলের মধুবাগ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি চাকুসহ দুজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, সাগরের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে, আর জালাল সাগরের সহযোগী। তারা হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার কাজে অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এদিকে, অপর এক অভিযানে শাহআলী এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ফয়সাল আহম্মেদ নামের আরেক যুবককে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। এ সময় তার কাজ থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।