Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

প্রার্থী-ভোটার থাকলেও ভোট হয়নি!

দেশের ক্রীড়াঙ্গনে বিরল ঘটনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫৮ পিএম

দেশের ক্রীড়াঙ্গনে বিরল এক ঘটনা ঘটলো। বুধবার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এই ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনের দিনক্ষণ আগেই নির্ধারণ ছিল। বুধবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্বাচনী ভেন্যু এনএসসির পুরাতন ভবনে ভোটযুদ্ধ হওয়ার কথা ছিল। তবে প্রার্থী ও ভোটাররা উপস্থিত থাকলেও ভোট হয়নি! বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচনের রেওয়াজ ১৯৯৮ সালে চালু হলেও এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। নির্বাচন কমিশন সব আয়োজন করে বসে আছেন। অথচ উপস্থিত থাকলেও ভোট দেননি একজন ভোটারও। দেশের ইতিহাসে এই দিনটি ক্রীড়া গণতন্ত্রের ‘কালো’ দিন হয়েই থাকবে!

এনএসসি’র দায়িত্বশীল সুত্রে জানা গেছে, ভোটাররা ভোটদানে বিরত থাকায় ব্যাডমিন্টন ফেডারেশেনের নির্বাচন হয়নি। ফলে এনএসসি ফের অ্যাডহক কমিটির পথেই হাঁটবে। অ্যাডহক কমিটি গঠনের পর পুনরায় তফসিল ঘোষণা করে এই ফেডারেশনের নির্বাচনের আয়োজন করা হবে।

এনএসসির আইন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার কবিরুল হাসান প্রায় সকল ফেডারেশনের নির্বাচনের সঙ্গেই যুক্ত থাকেন। পেশাগত জীবনের দুই যুগে কালকের মতো পরিস্থিতি আগে কখনো দেখেননি তিনি। এ প্রসঙ্গে কবিরুল বলেন,‘এটা আমার পেশাগত জীবনে বিরল এক অভিজ্ঞতা। নির্বাচনের নির্ধারিত দিনে একটি ভোটও পড়েনি। অথচ প্রার্থী, ভোটার সবাই উপস্থিত ছিলেন।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন পরিত্যক্ত ঘোষণা করে এনএসসিকে অবহিত করবে। পরবর্তী করণীয় পদক্ষেপ কর্তৃপক্ষ গ্রহণ করবে।’

ব্যাডমিন্টনের নির্বাচনে ১০২ জন ভোটারের মধ্যে ৭০ জনই বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের। নির্বাচনের ফলাফলের চাবিকাঠি অনেকটা এ সংগঠনের উপরই। সংগঠনটির মহাসচিব আশিকুর রহমান মিকু ‘কালো’ দিবসের মধ্যেও ভালো কিছু খোঁজার চেষ্টা করছেন। তার কথায়, ‘এবারের ব্যাডমিন্টনের নির্বাচনে তিনটি ধারা ছিল। একটি সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানার, আরেকটি সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের ও সর্বশেষ অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক কবিরুল শিকদার। নির্বাচন হলে অনেকের জয়-পরাজয়ের ব্যাপার থাকে। তাই সকলে সম্মিলিত হয়ে নির্বাচনে ভোট না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সবার মধ্যে ঐক্য রয়েছে। সেটারই বহিঃপ্রকাশ ঘটল। ব্যাডমিন্টনের স্বার্থে একক প্যানেল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ