Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি স্নোড্রপ ফুলের বাল্বের দাম দেড় লাখ টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

প্রকৃতির মধ্যে এক নাটকীয় পরিবেশ সৃষ্টি করে স্নোড্রপ ফুল। সাধারণত শীতকালে এটি ফোটে। সম্প্রতি একটি নতুন স্নোড্রপ ফুলের বাল্ব নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয়েছে রেকর্ড ১৮৫০ ইউরো বা প্রায় এক লাখ ৮০ হাজার টাকায়। ওই স্নোড্রপটি গ্যালান্থাস প্লিকাটাস বা ‘গোল্ডেন টিয়ার্স’ নামেও পরিচিতি। স্নোড্রপ প্রেমীদের কাছে দাম আসলেই কোনো বিষয় না। যারা একবার এই ফুলের প্রেমে পরবেন তা যত দামেই হোক কিনে নেবেনই। ই-বেতে নিলামে তোলা একটি মাত্র বাল্বই রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। এটি জো শারম্যান নামের এক ব্যক্তির নার্সারিতে জন্মেছে। একে ‘তুষারপাতের রাজা’ও বলা হয়। ২০১৫ সালেও তিনি আরও একটি বাল্ব সংরক্ষণ করে নিলামে রেকর্ড দামে বিক্রি করেন। ‘গোল্ডেন টিয়ারস’ গোল্ডেন ফ্লিচেরই গোত্রের। তবে জো বলছেন, এর মধ্যে পার্থক্য রয়েছে। এটির একটি সরু ফুল রয়েছে, যার সাদা পাপড়িতে একটি খুব বড় চিহ্ন এবং একটি উজ্জ্বল হলুদ ডিম্বাশয় রয়েছে। এটি উচ্চতায় ২৫ সেমি পর্যন্ত পৌঁছায়। গত ২০ বছর ধরে স্নোড্রপ সংগ্রহ করা এবং এর জনপ্রিয়তা বাড়ছে। এই উন্মাদনা ১৭ শতকের টিউলিপম্যানিয়ার কথা মনে করিয়ে দেয়। সে সময় একটি টিউলিপ বাল্বের জন্য প্রচুর অর্থ করা হতো এবং প্রায়ই বছরে দশ গুণ হাত বদল হতো। ডেইলি মেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ