Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুর্কি নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩২ পিএম

তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেনে থাকা সব তুর্কি নাগরিকদের ওই অঞ্চল ত্যাগ করার আহ্বান জানিয়েছে তুরস্ক। মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে দুই অঞ্চলকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় নিজেদের নাগরিকদের এ নির্দেশ দেয়। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, কৃষ্ণসাগরে ইউক্রেন ও রাশিয়ার সীমান্তে ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্কের অবস্থান। তুরস্ক চায় শান্তিপূর্ণভাবে দুই দেশের সংকটের সমাধান হোক। এই দুই দেশের দ্বন্দ্ব নিরসনের জন্য তুরস্ক মধ্যস্থতার প্রচেষ্টাও চালাচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, সর্বশেষ পরিস্থিতির কারণে ইউক্রেনের পূর্বাঞ্চলে থাকা আমাদের সব নাগরিকের ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিচ্ছি। সূত্র : ডেইলি সাবাহ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ