মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্ক স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন। এ ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে তারা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। খবর রয়টার্স। এদিকে, এ পরিস্থিতিতে জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে স্থানীয় সময় মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে বেশ কয়েকটি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এই বৈঠক আয়োজনের অনুরোধ করে। এমনকি একটি চিঠির মাধ্যমে ইউক্রেনও তাদের এক প্রতিনিধিকে বৈঠকে অংশ নেয়ার সুযোগ দিতে দাবি জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, পুতিন পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রশাসন। স্থানীয় সময় সোমবার রাশিয়ার এমন সিদ্ধান্তের পর ওই বিচ্ছিন্ন অঞ্চল দুটিতে ব্যবসায়িক নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় সোমবার এক নির্বাহী আদেশে তিনি এ নিষেধাজ্ঞা জারি করেছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।