Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দগ্ধ জাহাজে ছিল ৪৩ কোটি ১০ লাখ ডলারের পণ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

গত সপ্তাহে আটলান্টিক সাগরের মাঝখানে আগুন ধরে যাওয়া জাহাজটিতে প্রায় ৪০ কোটি ১০ লাখ ডলার মূল্যের বিলাসবহুল গাড়ি ছিল। এক ইন্সুরেন্স হিসেবে দেখা গেছে জাহাজটিতে পোরশে, অডি, বেন্টলে এবং ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল মডেলের গাড়ি ছিল। গত বুধবার সন্ধ্যায় আজোরেস বন্দরের কাছে ফেলিসিটি এস জাহাজে আগুন ধরে যায়। বিশেষ এই পরিবহন জাহাজটিতে সেসময় প্রায় চার হাজার গাড়ি ছিল। জাহাজের কর্মীদের সরিয়ে নেওয়া সম্ভব হলেও পরের কয়েক দিন ধরে আগুন জ্বলতে থাকে। জাহাজে থাকা ইলেক্ট্রিক গাড়ির লিথিয়াম-আয়োন ব্যাটারি আগুন জ্বলতে সহায়তা করে। সোমবার রাসেল গ্রুপ নামের একটি কোম্পানির ইন্সুরেন্স বিশেষজ্ঞরা হিসেব করে দেখেছেন জাহাজটিতে মোট ৪৩ কোটি ৮০ লাখ ডলারের পণ্য ছিল। এর মধ্যে গাড়ি এবং গাড়ি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ছিল ৪০ কোটি ১০ লাখ ডলারের। রাসেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুকি বাসি জানান ওই ঘটনায় ভোক্সওয়াগেন এর অন্তত ১৫ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। ভোক্সওয়াগেন কোম্পানির মালিকানায় রয়েছে পোরশে, অডি, বেন্টলি এবং ল্যাম্বরগিনি মডেলের গাড়ি। পরিচালনাকারী কোম্পানি এমওএল শিপ ম্যানেজমেন্ট (সিঙ্গাপুর) সোমবার জানিয়েছে জাহাজটির দক্ষিণ প্রান্তে এখনও আগুন জ্বলছে। সোমবার ঘটনাস্থলে আরও দুইটি অগ্নিনির্বাপণকারী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ