Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

বিধিনিষেধ প্রত্যাহার
ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে বন্ধ হবে গণহারে করোনা পরীক্ষার সুযোগ। প্রতিবেদনে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে করোনাকালে জারি করা সব বিধিনিষেধ উঠে যাবে। ১ এপ্রিল থেকে গণহারে বিনা মূল্যে করোনা পরীক্ষার সুযোগও বন্ধ হয়ে যাবে। শুধু ঝুঁকিতে থাকতে পারেন এমন ব্যক্তিদের বিনামূল্যে করোনা পরীক্ষা করার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সন্ধ্যায় ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বরিস জনসন। বিবিসি।


২ সেনা নিহত
ইনকিলাব ডেস্ক : রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণে ২ সেনা নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে। ২৪ ঘণ্টায় ইউক্রেনের পূর্বাঞ্চলে এসব ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার নিজেদের ফেইসবুক পেইজে জানিয়েছে তারা। চলতি বছর পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতি লংঘনের ঘটনায় এটিই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে,
তারা বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণের ৮৪টি ঘটনা রেকর্ড করেছে। রয়টার্স।


তুর্কি নাগরিকদের
ইনকিলাব ডেস্ক : তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেনে থাকা সব তুর্কি নাগরিকদের ওই অঞ্চল ত্যাগ করার আহ্বান জানিয়েছে তুরস্ক। মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে দুই অঞ্চলকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় নিজেদের নাগরিকদের এ নির্দেশ দেয়। খবরে বলা হয়, কৃষ্ণসাগরে ইউক্রেন ও রাশিয়ার সীমান্তে ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্কের অবস্থান। এই দুই দেশের দ্বন্দ্ব নিরসনের জন্য তুরস্ক মধ্যস্থতার প্রচেষ্টাও চালাচ্ছে। সর্বশেষ পরিস্থিতির কারণে ইউক্রেনের পূর্বাঞ্চলে থাকা তুর্কিদের ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিচ্ছি। ডেইলি সাবাহ।

 

ব্যাটারি চুরি
ইনকিলাব ডেস্ক : সোনা, গয়না, টাকা থেকে শুরু করে অনেক কিছু চুরির ঘটনার কথা শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন ট্রাফিক সিগন্যালের ব্যাটারি চুরির ঘটনার কথা? হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে বেঙ্গালুরুতে। আর সেই চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকে। পুলিশ সূত্রে খবর, ২০২১-এর জুন থেকে ২০২২-এর জানুয়ারির মধ্যে ওই দম্পতি ২৩০টি ব্যাটারি চুরি করেছেন। এক একটি ব্যাটারির ওজন ১৮ কেজি। প্রতি কেজি ৭৫ টাকায় বিক্রি করতেন ওই দম্পতি। এ ভাবে বেঙ্গালুরু শহরের ৬৮টি ট্রাফিক জংশনের সিগন্যালের ব্যাটারি চুরি করেছেন তারা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ