Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : ঢাকা ব্যাংক লিমিটেড বগুড়া শাখা থেকে পৌনে এক কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করার অভিযোগে বগুড়া শহরের শহিদুল্লাহ নিউ মার্কেটের মেসার্স মান্নান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: আব্দুল মান্নানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা ব্যাংক লিমিটেড বগুড়া শাখার প্রিন্সিপাল অফিসার মো: মশিউর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিগোসিয়েল ইন্সট্রুমেন্ট এ্যাক্ট এর-১৩৮ ধারায় মামলাটি দায়ের করে। বাদীপক্ষের শুনানী শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান আসামীর বিরুদ্ধে সমন ইস্যু করেন। মামলা সূত্রে জানা যায়, শহরের নিশিন্দারা উত্তরপাড়ার আফজাল হোসেনের ছেলে আব্দুল মান্নান শহিদুল্লাহ নিউ মার্কেটে তার কাপড় ব্যবসার উন্নতি সাধনের লক্ষ্যে ২০১৩ সালের ৮ ডিসেম্বর ৭৫ লক্ষ টাকা এসএমই ঋণ গ্রহণ করেন। বাদী মামলায় উল্লেখ করেন, ঋণ নেয়ার পর আব্দুল মান্নান ব্যাংকের পাওনাদি পরিশোধ না করে আত্মগোপন করে আছেন। ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হয়ে ঋণের বিপরীতে জামানত সরূপ রক্ষিত মেসার্স মান্নান ট্রেডার্স এর একটি চেক ডিসঅনার করে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ