রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে মুমূর্ষু বৃদ্ধ রুস্তম আলীর জোরপূর্বক টিপসই নিয়ে ২২ শতক জায়গা আত্মসাৎ করলেন তৃতীয় স্ত্রী জাহানারা বেগম। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রথম স্ত্রীর সন্তানরা এ অভিযোগ করেন। রাতে রুস্তম আলী ইন্তেকাল করেন। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমূড়ি গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র। লিখিত বক্তব্যে রুস্তম আলীর ছেলে প্রবাসী কবির আলী বলেন, তার পিতা অসুস্থ রুস্তম আলীকে গত ২৪ অক্টোবর কুমিল্লা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় ব্লাড ক্যান্সার রোগ ধরা পড়ায় চিকিৎসা সম্ভাবনা না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে গত মঙ্গলবার তাকে বাড়িতে রেখেই নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দেন। সেদিনই রুস্তম আলীকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন বুধবার মুমূর্ষু রুস্তম আলীকে বাতিসায় মেয়ের বাড়িতে নেয়ার কথা বলে গুণবতী সাব-রেজিস্ট্র্রি অফিসে নিয়ে যান তৃতীয় স্ত্রী জাহানারা বেগম। সেখানে রুস্তম আলীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক টিপসই নিয়ে বসতবাড়ি ও পুকুর পাড়ের ২২ শতক জায়গা হেবানামার (দলিল নং-২৭৪২) মাধ্যমে আত্মসাৎ করে। ইতোপূর্বে তার এসব কাজের বিরোধিতা করায় নিজ ছেলে জাফর ইকবালকে স্থানীয় কুচক্রি মহলের সহায়তায় থানায় সোপর্দ করে। কবির আলী সংবাদ সম্মেলনে জাহানারা বেগমের প্রকৃত চেহারা উম্মোচনের দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছোট বোন রেহানা আক্তার শাহীন, চাচোতা ভাই আলম মিয়াজী, জেঠাতো ভাই নজরুল ইসলাম, ইয়াছিন ভূঁইয়া, আত্মীয় আবদুল খালেক ব্যাপারী ও দ্বীন ইসলাম। এব্যাপারে গতকাল শনিবার দুপুরে গুণবতী সাব-রেজিস্ট্র্রি অফিসের সাব-রেজিস্ট্রার মো. আবু তালেব বলেন, ‘সেদিন ৩৫টি দলিল রেজিস্ট্রি হয়েছে। তার মধ্যে দুটি কমিশনে। তবে ২৭৪২নং দলিলটি কীভাবে হয়েছে তা দেখে বলতে পারব’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।