Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে ভারতীয় নাগরিকদের সহায়তা করতে কন্ট্রোল রুম স্থাপন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২৯ পিএম

যুদ্ধের আশঙ্কায় কবলিত ইউক্রেনের বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের তথ্য ও সহায়তা প্রদানের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে ভারতীয়দের তথ্য ও সহায়তা প্রদানের জন্য নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। -ইন্ডিয়া টুডে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে গিয়ে রাশিয়া-ইউক্রেন উত্তেজনার মধ্যে সহায়তার জন্য চালু করা হেল্পলাইন নম্বরগুলো দেন এবং বলেন, ইউক্রেনের বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, তথ্য ও সহায়তা প্রদানের জন্য @MEAIindia-এ একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ইউক্রেনের ভারতীয় দূতাবাস শিক্ষার্থীদের জন্য একটি নতুন পরামর্শ দিয়েছে।

তাদের আতঙ্কিত না হয়ে ভারতে ফিরে আসার জন্য দ্রুততম এবং সুবিধাজনক ফ্লাইট বুক করতে বলেছে। কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের ভারতীয় দূতাবাস ইউক্রেন থেকে ভারতে ফ্লাইট না পাওয়ার বিষয়ে একাধিক আবেদন পেয়েছে। ছাত্র উপদেষ্টা বলেছেন, বর্তমানে ইউক্রেনীয় ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ অপারেটিং ফ্লাইটের সুযোগ রয়েছে। দূতাবাস বলেছে, অতিরিক্ত চাহিদা মেটাতে দ্রুত আরও ফ্লাইটের পরিকল্পনা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ