মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বর্তমানে একের পর ছবি জুহু থেকে সামনে আসতে দেখা যায়, মাঝে মধ্যেই কারিনা জেহ ও তৈমুরকে নিয়ে প্রকাশে বেরিয়ে থাকেন। সেই জেহ-র প্রথম জন্মদিন সেলিব্রেশন। গতকাল সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় শুভেচ্ছার ঝড় ওঠে।
ঠিক এক বছর আগে ২১ ফেব্রুয়ারি কারিনা কাপুর তার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে, নাম রেখেছিলেন জেহ, তবে পাপরাজিৎ-দের কাছে ছিল না জেহ-র ছবি তোলার কোনও অনুমতি, আর ঠিক সেই কারণেই তৈমুরের মত জনপ্রিয় হয়নি কারিনা-সাইফের এই পুত্র। লালা সিং চাড্ডা ছবির শ্যুটিং চলাকিন অন্তঃসত্ত্বা হয়েছিলেন কারিনা কাপুর। গুড নিউজ ছবি করার কয়েকমাসের মধ্যেই সুখবর শেয়ার করেছিলেন কারিনা কাপুর ও সাইফ আলি খান। কিন্তু তৈমুরের মতো এবার আর কোনও ভুলই থাকবে না, স্থির করেছিলেন এই স্টার। তৈমুরের জন্মলগ্ন থেকেই একের পর এক ছবি নেট দুনিয়ায় হয়ে উঠেছিল ভাইরাল, মুহূর্তে তৈরি হয়ে গিয়েছিল সোশ্যাল পেজে ফ্যানক্লাব, আর জেহ-র বেলায় তেমনটা হোক চাননি কারিনা।
নিজেই এক দু’বার জেহর ছবি শেয়ার করেছিলেন তিনি। তবে বর্তমানে একের পর ছবি জুহু থেকে সামনে আসতে দেখা যায়, মাঝে মধ্যেই কারিনা জেহ ও তৈমুরকে নিয়ে প্রকাশে বেরিয়ে থাকেন। সেই জেহ-র প্রথম জন্মদিন সেলিব্রেশন। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় শুভেচ্ছার বন্যা। জন্মলগ্ন থেকেই কারিনা পুত্র বেজায় জনপ্রিয় নেট দুনিয়ায়। তবে তৈমুরের জনপ্রিয়তাকে ছুঁতে পারেনি জেহ। কারণ তৈমুরের প্রথম দিন থেকেই ছবি শেয়ার হয়েছিল নেট দুনিয়ায়। এবার ঠিক তেমনটা হতে দেননি পাতৌদি পরিবার।
এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কারিনা কাপুর শুভেচ্ছা জানালো জেহকে। তৈমুরের পেছনে পেছনে হামাগুড়ি দিচ্ছে জেহ, সঙ্গে ক্যাপশনে লিখলেন, ভাই, একটু আমার জন্য দাঁড়াও, আজ আমি ১, চলো দু’জনে মিলে এই পৃথিবীকে এক্সপ্লোর করি, অবশ্যই মা আমাদের পেছনে থাকবে, শুভজন্মদিন জেহ বাবা, আমার প্রাণ। কারিনার দ্বিতীয় ছবিতে সাইফের জেহকে খাওয়ানোর ছবি পোস্ট করে লিখলেন, আব্বাও তোমাদের ফলো করবে। আর এই পোস্টেই সকাল থেকে শুভেচ্ছার বন্যা নেট দুনিয়ায়। সূত্র : এশিয়ানেট নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।