Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বক্ষেত্রে বিশুদ্ধ মাতৃভাষা চর্চাকে গুরুত্ব দিতে হবে- মাওলানা জালালুদ্দীন আহমদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫৬ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মাতৃভাষা আল্লাহর সেরা দান। ইসলামে মাতৃভাষা চর্চার গুরুত্ব অনেক। আল্লাহ্ তায়ালা সকল নবী রাসুল (আ.) কে তাদের স্বজাতীয় ভাষায়ই প্রেরণ করেছেন। তিনি বলেন, এদেশে আদিকাল থেকেই বাংলা ভাষা চর্চার ঐতিহ্য রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান হওয়ার পর বাংলাভাষা রাষ্ট্রীয়ভাবে আক্রান্ত হয়। আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নিতে জালেমগোষ্ঠী নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। মাতৃভাষার অধিকার রক্ষায় তরুণ ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে। ফলে বাংলাভাষা আজ আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে।

তিনি আরো বলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের কোন কোন অফিস আদালত থেকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাভাষা আজ উপেক্ষিত। তাই সর্বক্ষেত্রে বিশুদ্ধ বাংলাভাষার চর্চাকে গুরুত্ব দিতে হবে।

তিনি বাংলা ভাষা বিশ্বের প্রতিটি দেশে অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিষ্ঠা লাভ করে এজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল আলেম উলামা ও ইসলামী নেতা কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান।

তিনি আজ সোমবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পুরানা পল্টনস্থ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, ঢাকা মহানগর সহ সভাপতি মুফতি হাবীবুর রহমান, মাওলানা সানাউল্লাহ আমিনী, মাওলানা আবুল কাসেম, সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা কামালুদ্দীন ফারুকী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী, বায়তুলমাল সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, মুহাম্মদ জাভেদ হোসাইন ও হাফেজ দেলোয়ার হোসাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ