Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুব ও জুনিয়র ভারোত্তোলন আগামী মাসে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৫ পিএম

আগামী মাসে এক সঙ্গে দু’টি টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন। ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত ঢাকাস্থ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু প্রথম যুব (অনূর্ধ্ব-১৭) এবং জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) টুর্নামেন্ট। যুব প্রতিযোগিতায় পুরুষ ও নারী দু’বিভাগেই ১০টি করে ইভেন্ট থাকছে। পুরুষ বিভাগে ৪৯, ৫৫, ৬১, ৬৭, ৭৩, ৮১, ৮৯, ৯৬, ১০২ ও +১০২ কেজি এবং নারী বিভাগে থাকছে ৪০, ৪৫, ৪৯, ৫৫, ৫৯, ৬৪, ৭১, ৭৬, ৮১ ও +৮৭ কেজি ওজন শ্রেনী।

এছাড়া জাতীয় জুনিয়র টুর্নামেন্টেও পুরুষ ও নারী দুই বিভাগে ১০টি করে ইভেন্ট থাকছে। পুরুষ বিভাগে ৫৫, ৬১, ৬৭, ৭৩, ৮১, ৮৯, ৯৬, ১০২, ১০৯ ও +১০৯ কেজি এবং নারী বিভাগে থাকবে ৪৫, ৪৯, ৫৫, ৫৯, ৬৪, ৭১, ৭৬, ৮১, ৮৭ ও +৮৭ কেজি ওজন শ্রেনী। প্রত্যেকটি ওজন শ্রেনীতে সর্বাধিক পাঁচজন করে বাছাইকৃত ভারোত্তোলক থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ