প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতের বাংলা ধারাবাহিকের টিআরপির বিচারে আবারও জি বাংলার ‘মিঠাই’কে স্থানচ্যুত করল নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’ (স্টার জলসা)। বর্তমানে তৃতীয় স্থানে নেমে আসা ‘মিঠাই’ ধারাবাহিকের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু এবং আদৃত রায়। শন ব্যানার্জী এবং সৃজলা গুহ অভিনীত ‘মন ফাগুন’ও এখন ‘মিঠাই’য়ের ওপরে আছে। ‘মিঠাই’ ধারাবাহিকে মিঠাই তার স্বামী উচ্ছেবাবুর সঙ্গে ঘনিষ্ঠ হবার জন্য বিশেষ মিশনে নেমেছে। মিঠাইয়ের ইংরেজি শেখাও দর্শকদের ভাল লাগছে। হারান অবস্থান ফিরে পেতে মরিয়া ছিল টিম ‘মিঠাই’। এমনকি গত এক বছরে যা ঘটেনি সেটাও ঘটে গিয়েছেৃ. পাহাড়ে সিদ্ধার্থ-মিঠাইয়ের জমজমাট প্রেমকে বাজি রেখেছে নির্মাতারা। কিন্তু তবুও খড়ি আর পিহুর ম্যাজিকের সামনে হার মানতে হল তুফান মেল আর উচ্ছেবাবুকে। যদিও গত সপ্তাহের তুলনায় নম্বর আর পজিশন দুটোই শুধরেছে টিম ‘মিঠাই’-এর। ৯.৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম শোলাঙ্কি-গৌরবের ‘গাঁটছড়া’। ঊনিশ-বিশের ফারাকে দ্বিতীয় ‘মন ফাগুন’। ৯.৬ পয়েন্ট সংগ্রহে শন-সৃজলা অভিনীত এই ধারাবাহিকের। পঞ্চম স্থান থেকে এগিয়ে তৃতীয় মিঠাই। প্রাপ্ত নম্বর ৯.৪, অর্থাৎ মাত্র ০.৩ পয়েন্টের জন্য শীর্ষস্থান ফিরে পেতে ব্যর্থ হয়েছে মোদক পরিবার। চলতি সপ্তাহে যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে ‘আলতা ফড়িং’ ও ‘আয় তবে সহচরী’। পাঁচ নম্বরে রয়েছে ‘ধুলোকণা’। অন্যদিকে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ প্রত্যাশা মতোই প্রথম সপ্তাহে ভালো রেজাল্ট করল। সেরা পাঁচের লড়াইয়ে খুব বেশি পিছিয়ে নেই দিব্যজ্যোতি-স্বস্তিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।