Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষা শহীদদের প্রতি রেড ক্রিসেন্টের শ্রদ্ধা ও স্বাস্থ্যবিধি মানতে বিশেষ কার্যক্রম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৫০ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পাশাপাশি শ্রদ্ধা জানাতে আসা সকলকে করোনাকালীন সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণে সহযোগিতা করছে সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবকরা।

সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি। সোসাইটির উপ-পরিচালক খান মুহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে জুনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মেহ্‌দী হাসান, মৃণাল কান্তি রায় ও ১৫ জন স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয় বায়ান্নর ভাষা শহীদদের প্রতি।

এদিকে একুশের প্রথম প্রহর থেকে সমগ্র শহীদ মিনার এলাকায় সামাজিক দুরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে মাইকিং কার্যক্রম পরিচালনা করে সোসাইটির স্বেচ্ছাসেবকরা। এছাড়াও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে রেড ক্রিসেন্টের শতাধিক যুব ও স্বেচ্ছাসেবক সদস্য জনসচেতনতামূলক এ বিশেষ কার্যক্রম পরিচালনা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ