Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভাষাশহীদদের বিনম্র শ্রদ্ধা ক্রিকেটারদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৭ পিএম

আজ মহান ২১ ফেব্রুয়ারি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭০ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে।

সেদিন কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে। বাংলাদেশই পৃথিবীতে একমাত্র দেশ, যারা মুখের ভাষার জন্য রক্ত দিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলনের বীজ বপন হয়েছিল বলেই বাংলাদেশের পেয়েছে স্বাধীনতার।

১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হয়। সেই থেকে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবসটি পালন করে আসছে। ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে। এবারও যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে মাতৃভাষা দিবস।

মহান এই দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ থেকে শুরু করে অনেক ক্রিকেটারই। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’


বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি, বাংলাভাষার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ সাবেক অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘২১ মানে অহংকার, ২১ মানে স্বাধীনতা, ২১ মানে প্রেরণা, ২১ মানে শক্তি, আজকের এই দিনে আমাদের প্রিয় মাতৃভাষা জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।’


সৌম্য সরকার লিখেছেন, ‘মৃত্যুঞ্জয়ী সকল ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উজ্জবিত হোক সকল বাঙ্গালির প্রাণ।’ এছাড়া লিটন কুমার দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ