Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজ ভাগিয়ে নিতে আ.লীগ নেতার ভুয়া প্রত্যয়নপত্র দাখিল

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) দেড় কোটি টাকার কাজ ভাগিয়ে নিতে ভুয়া প্রত্যয়নপত্র জমা দেয়ার অভিযোগ উঠেছে রামগঞ্জ পৌর আ.লীগের সহ-সভাপতি মোঃ আকবর হোসেনর বিরুদ্ধে। লক্ষ্মীপুর এলজিইডি কার্যালয় সূত্র জানা যায়, সম্প্রতি সদর উপজেলার লাহারকান্দি, কুতুবপুর গ্রামে দেড় কোটি টাকার সেচ প্রকল্পের একটি ড্রেনেজ নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়। ২০ জানুয়ারি ওই কাজের দরপত্রের ক্রয়ের শেষ দিন ছিল। গত ২১ জানুয়ারি দরপত্র দাখিলের শেষ দিন কাজটি পেতে ঠিকাদার আকবর হোসেন তার মালিকানাধীন মেসার্স ইমপেরিয়াল কনস্ট্রাকশনের নামে দাখিল করা দরপত্রের সঙ্গে অভিজ্ঞতার সনদ হিসেবে রামগঞ্জ পৌরসভার কাজের একটি প্রত্যয়নপত্র দাখিল করেন। এতে তিনি রামগঞ্জ পৌরসভায় ২০১২-১৩ অর্থবছরে বিভিন্ন ড্রেনেজ নির্মাণের ১ কোটি ২০ লাখ টাকার কাজের অজ্ঞিতার প্রত্যয়নপত্র জমা দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলজিইডির সংশ্লিষ্টরা প্রত্যয়নপত্রটি যাচাই করে তা ভুয়া বলে নিশ্চিত করেন। রামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোতাহার হোসেন জানান, তিনি মেসার্স ইমপেরিয়াল কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ কোটি ২০ লাখ টাকার কাজের অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দেননি। তাদের স্বাক্ষর ও সিল জালিয়াতি করা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে রামগঞ্জ পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার ড্রেনেজ নির্মাণের কাজই হয়নি। আ.লীগ নেতা আকবর হোসেন দাবি করেন, রামগঞ্জ পৌরসভা থেকেই তিনি প্রত্যয়নপত্রটি নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাজ ভাগিয়ে নিতে আ.লীগ নেতার ভুয়া প্রত্যয়নপত্র দাখিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ