বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পোশাক কর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাহির থেকে তালা দিয়ে বের হয়েছিলেন। ফলে, আগুন লাগার পরে শিশুরা ঘর থেকে বের হতে পারেনি। ঘরেই পুড়ে ছাই হলো ৩ শিশু।
জানা যায়, ময়মনসিংহের ভালুকার একটি বাসায় গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো- খাদিজা (৫), রায়হান (৩) ও রাদিয়া (২)। সম্পর্কে তারা ভাই-বোন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন প্রথমিকভাবে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটতে পারে। এতে আশপাশের ১৫ থেকে ২০টি ঘরও পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।