Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্চে শামা সিকান্দারের বিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

অনেক দিনের প্রেমিক জেমস মিলিরনের সঙ্গে অভিনেত্রী শামা সিকান্দারের বিয়ে হতে যাচ্ছে আগামী ১৪ মার্চ। ভারতীয় এই অভিনেত্রী জানিয়েছেন, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে গোয়াতে এই বিয়ে অনুষ্ঠিত হবে। এই জুটি জানিয়েছেন প্রাক বিয়ের অনুষ্ঠানেও সীমিত মেহমান উপস্থিত থাকবে। শামা জানিয়েছেন, ২০১৫তে বাগদানের পর ২০২০তেই তাদের বিয়ের কথা ছিল। স্বাভাবিকভাবেই কোভিড পরিস্থিতির কারণে তা আর হয়নি। এবার তাড়াহুড়ার মধ্য দিয়ে দুজন সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন। গোয়াতে এই বিয়ে হবে তাই ভারত বিভিন্ন স্থান থেকে অনেক মেহমানকে সেখানে যেতে হবে, তবে মার্কিন নাগরিক জেমসের কোনও আত্মীয় বিয়েতে উপস্থিত থাকবে না, কারণ জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রেই পরে বিবাহোত্তর আয়োজন হবে। ফেসবুক লাইভে সম্প্রতি শামা বলেন, ‘সত্য কথা বলতে লকডাউন আমাকে বিয়ের খরচ নিয়ে ভাবতে বাধ্য করেছে। আমি আসলে বেশি খরচের পক্ষে নই। আমি ১০০০ মানুষ দাওয়াত দেবার পক্ষেও নই। বাড়তি খরচের বদলে আমরা বড় অংক দানের কাজে ব্যবহার করতে চাই। তাই আমরা সাদা মাটা বিয়ের আয়োজন করব। সবচেয়ে বড় কথা পরিবারের মধ্যে ভালবাসা থাকলে সব সম্ভব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্চে শামা সিকান্দারের বিয়ে

২১ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ