Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকেএসপিতে নিবিড় অনুশীলনে মগ্ন জিমিরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৯ পিএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় ১১ থেকে ২০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের খেলা। এ আসরে অংশ নিতে গত ১৭ ফেব্রুয়ারি মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথনের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন শুরু হয়েছে রাসেল মাহমুদ জিমিদের। সেখানে বর্তমানে নিবিড় অনুশীলনে মগ্ন তারা। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ২৬ জনের নাম থাকলেও জাকার্তা যাওয়ার এক সপ্তাহ আগে দল চূড়ান্ত করবেন কোচ গোবিনাথন।

এএইচএফ কাপের সর্বশেষ তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টের এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে চীন,ওমান, সিঙ্গাপুর, কাজাখস্তান, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, ইরান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। এএইচএফ কাপ টুর্নামেন্ট এশিয়া কাপ হকির বাছাই পর্ব হওয়ায় এর গুরুত্ব বেড়েছে। এএইচএফ কাপের খেলা শেষে শীর্ষ তিনটি দেশ পাবে এশিয়ান কাপের টিকিট। জাকার্তায় ভালো করে এশিয়া কাপে জায়গা করে নিতে বদ্ধপরিকর জিমিরা। যদিও চীন এবং ওমানের সামনে বিষয়টি খুবই চ্যালেঞ্জিং হবে তাদের জন্য। এ প্রসঙ্গে জাতীয় দলের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি রোববার বলেন,‘আমরা এএইচএফ কাপ টুর্নামেন্টে ভালো করতে প্রতিজ্ঞাবদ্ধ। টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যরে সবটুকু ঢেলে দিয়ে সেরার খেতাব ধরে রাখতে চাই। জায়গা পেতে চাই এশিয়া কাপ টুর্নামেন্টে। এবারের এশিয়া কাপে এশিয়ার সেরা পাঁচটি দেশ যথাক্রমে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও পাকিস্তান সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ