মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার আক্রমণের ক্রমবর্ধমান আশঙ্কার মাঝে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমানের ফ্লাইট চলাচল স্থগিত করছে জার্মানির বৃহত্তম বিমান পরিবহন সংস্থা লুফথানসা। আগামীকাল সোমবার থেকে কিয়েভে বিমান চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে লুফথানসা। খবর বিবিসির।
জার্মান এই বিমান সংস্থা বলেছে, ‘কৃষ্ণ সাগরের প্রধান বন্দর ওডেসাতেও ফ্লাইট চলাচল বন্ধ করা হবে। যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপত্তা সবসময় আমাদের শীর্ষ অগ্রাধিকারের বিষয়।’
এর আগে গত সপ্তাহে ডাচ বিমানসংস্থা কেএলএম কিয়েভে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করে। লুফথানসা বলছে, সোমবার থেকে ফ্লাইট চলাচল স্থগিত হয়ে যাওয়ার আগে রোববার পর্যন্ত তারা কিয়েভে ফ্লাইট পরিচালনা করবে। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কিয়েভে ফ্লাইট চলাচল স্থগিত থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে শনিবার জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের ‘এখনই’ ইউক্রেন ছাড়ার নির্দেশ দেয়। দেশটি বলেছে, ইউক্রেনে রুশ হামলা হলে সেখান থেকে জার্মান নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে সহায়তার সুযোগ সীমিত হয়ে পড়বে।
লুফথানসা বলছে, ইউক্রেন সংকট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে তারা। ক্ষতিগ্রস্ত যাত্রীদের ফ্লাইট পরিচালনার বিষয়ে হালনাগাদ তথ্য জানানো এবং বিকল্প ফ্লাইটে পুনরায় টিকেট দেওয়া হবে।
উল্লেখ্য, লুফথানসা এয়ারলাইন ইউক্রেনে সপ্তাহে অন্তত ৭৪টি ফ্লাইট পরিচালনা করে। জার্মান এই বিমানসংস্থার ব্যানারে অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ইউরোউইংস এবং সুইস এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে। কিয়েভে ফ্লাইট চলাচল স্থগিত করা হলেও পশ্চিম ইউক্রেনে ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছে লুফথানসা। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।