মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ট্রান্সজেন্ডার বলায় দু’জন নারীর বিরুদ্ধে মামলা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ। জানা গেছে, ওই দু’জন নারী ম্যাক্রোঁর স্ত্রীকে ট্রান্সজেন্ডার বলে দাবি করার পর ব্যাপক বিতর্ক ও আলোচনায় শুরু হয়। পরে বিষয়টি নিয়ে বিরক্ত জয়ে মামলা করলেন ফ্রান্সের ফার্স্ট লেডি। মামলার আবেদনে বলা হয়েছে, ওই দু’জনের এমন দাবির কারণে তার গোপনীয়তা ও মৌলিক ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং তার ছবি অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। - ডেইলি মেইল।
এদিকে, সামনেই ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে ব্রিজিটকে নিয়ে এমন মন্তব্যে বিপাকে পড়েন ম্যাক্রোঁ। আগামী ১৫ জুন প্যারিসে এ মামলায় প্রথম শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার আইনি একটি সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিজিটের একজন আইনজীবী জানান, ফ্রান্সের ফার্স্ট লেডি এবং তার ভাই জ্যঁ-মাইকেল ট্রগনিউক্স মানহানিরও মামলা করেছেন। এ মামলার তদন্ত করতে যেয়ে সরকারি কৌঁসুলিরা একটি অপরাধের মামলাও করতে পারেন। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট লেডি ব্রিজিটকে নিয়ে গুজব ছড়ায় যে, আসলে তিনি ছেলে হিসেবে জন্ম নিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।