Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কেউ আমার সঙ্গে তুলনা করলে খারাপ লাগে : ড. জাফর ইকবাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪০ পিএম

নিজের সঙ্গে নতুন লেখকের তুলনা প্রসঙ্গে লেখক ড. জাফর ইকবাল বলেন, কেউ আমার সঙ্গে তুলনা করলে খারাপ লাগে। আমি তাদের জন্মের আগে থেকে বই লিখি। তারা নতুন লেখা শুরু করেছে। অনেকে ভালো লেখেন। কিন্তু লিখলে তো হবে না, লেখার জন্য পরিশ্রম করতে হবে। প্রচুর পড়তে হবে। সবাই তো সব জায়গায় সফল হবে না। অনেকের লেখা কিছু ভালো হয়, কারও লেখা অল্প ভালো হয়। তবে নতুন লেখকদের যদি উৎসাহ দেন, তখন তারা আরও ভালো লিখবে।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলায় সাস্ট ক্লাব লিমিটেডের স্টল উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জাফর ইকবাল বলেন, আমি নতুন লেখকদের বলি নিজের পকেটের পয়সা খরচ করে বই প্রকাশ করতে পারবেন না। আগে পত্র-পত্রিকায় লেখেন, ব্লগে লেখেন। তারপর বই করেন। তিনি বলেন, আমাদের ভাষা আন্দোলনটা হয়েছে বহু বছর আগে। সবাই কিন্তু লক্ষ্য করছেন যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে বিতর্ক করছে। কিছু পক্ষের লোক আছে, আবার রাজাকারও আছে। কিন্তু ভাষা আন্দোলন নিয়ে কোনো বিতর্ক নেই। সবাই ভাষা আন্দোলনের পক্ষে। তাই আমাদের ভাষা আন্দোলন নিয়ে অনেক কাজ হয়েছে।

তিনি আরও বলেন, আগে মানুষের ধারণা ছিল ভাষা নিয়ে কাজ করবে শুধু কবি, সাহিত্যিকরা, লেখক ও ভাষাবিদরা। কিন্তু এখন ভাষা নিয়ে বিজ্ঞানীরাও কাজ করছে। কম্পিউটারের ভাষাটাকে ঢুকানোর জন্য অনেক কাজ হচ্ছে। বাংলা ভাষাটা পৃথিবীর ষষ্ঠ বা সপ্তম অবস্থানে আছে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, কম্পিউটারের লোকজনকে বাংলা ভাষা নিয়ে জিজ্ঞাসা করলে বলেন, এটা নিয়ে খুব কম গবেষণা আছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। কাজে আমাদের বাংলা ভাষার গবেষণা বাড়াতে হবে। এটা নিয়ে কাজ হলে, আমার মনে হয় নতুন অধ্যায় শুরু হবে।

তিনি বলেন, শিশুরা যদি ভূত, পেতনি পছন্দ করে তাহলে তো কিছু করার নেই। শিশুদের বই পড়াটাই গুরুত্বপূর্ণ। একটা বই পড়ার জন্য যে সময়টা দিতে হয়, সেটাই গুরুত্বপূর্ণ। আর সেটা করার জন্য আমি যদি ভূত, প্রেত, রোবট দিয়ে শুরু করি, তাতে কোনো সমস্যা নেই। শিশু বড় হলে তখন তার নিজস্ব একটা পছন্দ দাঁড়াবে। তখন সে হয়ত আমাদের দেশের বড়-বড় মানুষ সম্পর্কে জানতে চাইবে। ফলে তাকে জোর করে একটা বিষয়ের ওপর ঠেলে দিয়ে তো লাভ নেই। পৃথিবীর সব জায়গায় শিশুরা ভূত-প্রেত, সুপারম্যান পড়ে। কিন্তু পড়তে হবে, এটাই আমার কথা। শুধু বসে বসে টেলিভিশন দেখবে, কার্টুন দেখবে এটা হবে না। শিশুর বিকাশ হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ