Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলাইয়ারাজার ১৪২২তম ফিল্ম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

একটি ফিল্মেই ইলাইয়ারাজার ৩০টি গান সঙ্গীতপ্রেমীদের জন্য এটাই তো একটি গান। ঠিক তাই তামিল সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা অজিতভাসান উগগিনার পরিচালনায় ‘আ বিউটিফুল ব্রেকআপ’ নামে একটি ইন্দো-ব্রিটিশ ফিল্মের ৩০ গানে মৌলিক সুরারোপ করবেন। যুক্তরাজ্যের ফাইভ নেচার্স মুভিজ ফিল্মটি প্রযোজনা করছে। অভিনয় করবেন দুই নবাগত কৃষ ও ম্যাটিল্ডা। এই আন্তর্জাতিক ফিল্মটি হবে ইলাইয়ারাজার সঙ্গীত পরিচালনায় ১৪২২তম চলচ্চিত্র। পরিচালক জানিয়েছেন, মায়োস্ত্রো ইলাইয়ারাজার সুরে ‘আ বিউটিফুল ব্রেকআপ’ প্রেম ও বিরহের এক ভিন্নধর্মী উপাখ্যান। কে আর গুনাশেখর ফিল্মটির সিনেমাটোগ্রাফার, সম্পাদনায় শ্রীকান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইলাইয়ারাজার ১৪২২তম ফিল্ম

২০ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ