Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে কাল পর্যটকদের জন্য দুয়ার খুলছে অস্ট্রেলিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০১ পিএম

দুই বছর পর আন্তর্জাতিক পর্যটকদের জন্য দুয়ার খুলছে অস্ট্রেলিয়া। আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) পর্যটকদের আমন্ত্রণ জানাতে ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে দেশটি। যদিও আজ শনিবার দেশটিতে ৪৩ জন করোনা সংক্রমণে মারা গেছে।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকেই নিজেদের সীমান্ত বন্ধ রেখেছিল অস্ট্রেলিয়া। এরপর গত নভেম্বর থেকে ধীরে ধীরে সব চালু করতে শুরু করে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং শ্রমিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এবার পর্যটকরাও দেশটিতে ভ্রমণের অনুমতি পাচ্ছেন।
জিরো কোভিড নীতি অনুসরণ করে করোনা সংক্রমণের গতি অনেকটাই রোধ করতে পেরেছে অস্ট্রেলিয়া। কিন্তু পরবর্তীতে করোনাভাইরাসকে নিয়েই বেঁচে থাকার কৌশল রপ্ত করেছে তারা
দেশটিতে গণহারে ভ্যাকসিন দেওয়ার কারণে গুরুতর সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির হার কমতে শুরু করে। পশ্চিম অস্ট্রেলিয়ায় কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করা হয়েছিল। প্রায় ৭০০ দিন সীমান্তে বিধিনিষেধ ছিল। কিন্তু এবার সেখানকার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ওমিক্রনের প্রাদুর্ভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। যারা ভ্যাকসিনের তিন ডোজ নিয়েছেন সেসব ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে তারা।
ওই রাজ্যে শনিবার নতুন করে আরও ২৫৭ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এখন পর্যন্ত এই সংখ্যা সর্বোচ্চ। তবে শনিবার কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ড রাজ্যে। এসব রাজ্যে সংক্রমণও বেশি। দেশটির দ্বিতীয় জনসংখ্যাবহুল রাজ্য ভিক্টোরিয়ায় সোমবার থেকে ভ্যাকসিন না বিদেশি নাগরিকদের জন্য নতুন কোয়ারেন্টাইন হাব চালু করবে।
ভ্যাকসিনের দুই বা তিন ডোজ নেওয়া ভ্রমণকারী, অস্ট্রেলিয়ান এবং বিদেশিদের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন হবে না। তবে অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড এখনও আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি বন্ধ রেখেছে। দেশটিতে নতুন করে এক হাজার ৯০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এই দুই দেশই ভ্যাকসিন কর্মসূচিতে বেশ সফল। অস্ট্রেলিয়ায় ১৬ বা তার বেশি বয়সী ৯৪ শতাংশ নাগরিকই ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। অপরদিকে নিউজিল্যান্ডে ১২ বা তার বেশি বয়সী ৯৪ শতাংশ নাগরিক দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ