Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য বিভাগের সাত উপ-পরিচালককে পরিচালক পদে বদলী

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য বিভাগের সাত উপ-পরিচালককে পরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি ও পদায়ন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয়ের পার্সোনাল শাখা-২ এর উপ-সচিব মইনউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি হয়।
স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (অডিট) ডা. মো. আবদুল গনিকে পরিচালক (অর্থ), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর যুগ্ম পরিচালক ডা. নাজিমুন নেছাকে পরিচালক এমআইএস ও লাইন ডাইরেক্টর এইচআইএস এন্ড ই-হেলথ, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের উপ-পরিচালক ডা. কার্তিক চন্দ্র দাসকে একই প্রতিষ্ঠানের পরিচালক, ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলির উপ-পরিচালক ডা. সৈয়দ মো. হাবিবুল্লাহকে সৈয়দ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. রওশন আনোয়ারকে খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক, ওএসডি ও প্রোগ্রাম ম্যানেজার ২ (ন্যাশনাল নিউট্রেশন প্রোগ্রাম) ডা. মউদুদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ১০০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গোপালগঞ্জ এর উপ-পরিচালক ডা. বিমল কৃষ্ণ বাইনকে একই প্রতিষ্ঠানের পরিচালক বদলি ও পদায়ন দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্য বিভাগের সাত উপ-পরিচালককে পরিচালক পদে বদলী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ