Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসকুলার সার্জনদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সোসাইটি অব ভাসকুলার সার্জনস বা সংক্ষেপে বিএসভিএস নামে ভাসকুলার সার্জনদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। প্রফেসর ডা. নরেশ চন্দ্র মÐল সংগঠনটির সভাপতি ও ডা. মো. ফিদাহ হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মিডিয়া ব্যক্তিত্ব ও ভাসকুলার সার্জন ডা. এসএমজি সাকলায়েন রাসেল সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী ২ বছর তাদের নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হবে। উল্লেখ্য, স¤প্রতি রাজধানীর একটি হোটেলে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ভাসকুলার সার্জনদের উপস্থিতিতে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দেশের ভাসকুলার সার্জনের সংখ্যাবৃদ্ধি, তাদের পেশা ও দক্ষতার মানোন্নয়নসহ সাধারণ রোগীদের স্বার্থ রক্ষায় বিএসভিএস সক্রিয় ভূমিকা রাখবে বলে নবনির্বাচিত চিকিৎসকরা আশা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাসকুলার সার্জনদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ