Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি৭ সংলাপে বসতে চায় রাশিয়ার সাথে

ইউক্রেনে পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

ইউক্রেন সংকট সমাধানের চেষ্টায় রাশিয়ার সাথে একটি গুরুতর সংলাপের জন্য প্রস্তুত শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন। শুক্রবার বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে মস্কোর সাথে আলোচনা বসতে তৈরি আছে জোট। মিউনিখ নিরাপত্তা সম্মেলন বসার আগে বিবৃতিতে তিনি জানান, আমরা মিউনিখ থেকে ঐক্যের বার্তা পাঠাবো। সবার নিরাপত্তা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ সংলাপের জন্য আমরা প্রস্তুতি আছি। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী রবিবার পর্যন্ত চলবে এই বার্ষিক নিরাপত্তা সম্মেলন। মস্কো ইউক্রেন আক্রমণের অজুহাত খুঁজছে, ন্যাটোভুক্ত দেশগুলোর সতর্কবার্তার দেওয়ার মধ্যেই আলোচনা বসার আগ্রহ প্রকাশ করেছে জি সেভেন। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে রাশিয়া কয়েক দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনীয় বাহিনী এবং মস্কোপন্থী বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময়ের পর বৃহস্পতিবার এমন সতর্কবার্তা উচ্চারণ করলেন বাইডেন। তবে রাশিয়া দাবি করছে, মহড়া শেষ হওয়ায় ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছে তারা। তবে বিষয়টি প্রত্যাখান করেছে পশ্চিমারা। আল-জাজিরা এ খবর জানায়। এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো সরকারি বাহিনী গোলাবর্ষণসহ অস্ত্রবিরতি লংঘন করেছে বলে অভিযোগ করেছে বিদ্রোহীরা। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের এ ঘটনায় রুশ বাহিনী যেকোনো সময় জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিয়েভ ও বিদ্রোহীরা বৃহস্পতিবার একে অপরের প্রতি গোলাবর্ষণের অভিযোগ করে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে একটি গ্রামে ফের গোলাবর্ষণ হয়েছে বলে দাবি করেছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া ইউক্রেন আক্রমণের জন্য যেকোনো ধরনের অজুহাত খুঁজছে। বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনীয় সেনাদের নতুন সংঘর্ষকে মস্কো সামরিক অভিযানের সেই অজুহাত হিসেবে তুলে ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, তারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্র জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় পেট্রিভস্কে গ্রাম লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইউক্রেনের সরকারি বাহিনী। আরেকটি স্বঘোষিত বিদ্রোহী প্রজাতন্ত্র লুহানস্ক শুক্রবার সকালে কয়েকটি মর্টার শেল নিক্ষেপের কথা জানিয়েছে। তবে কিয়েভ সরকার বলেছে, শুক্রবার সকালে বিদ্রোহীরা অন্তত চারবার কামান বা মর্টার হামলা চালিয়েছে। এছাড়া ইউক্রেনীয় সামরিক বাহিনী বলেছে, বিদ্রোহীদের ওপর আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই তাদের। কিয়েভ ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রায় আট বছর ধরে যুদ্ধ চলছে এবং উভয় পক্ষের মধ্যে নিয়মিতই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে চলতি সপ্তাহে যুদ্ধের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সপ্তাহে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ পূর্ব ইউক্রেনের দুটি রুশ-সমর্থিত অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। তবে পুতিন সরকারকে ওই পথে না যেতে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ