মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক স্পেস স্টেশনের আয়ু আছে আর ৮ বছর। ২০৩০ সালের শেষেই এর সমাধি হয়ে যাবে প্রশান্ত মহাসাগরের এক প্রান্তিক অংশে। তবে অসুবিধা নেই, কারণ আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতোই আর একটি স্পেস স্টেশন তৈরি করছে চীন। স্পেস স্টেশনটির নাম হবে তিয়াংগং স্পেস স্টেশন। বৃহস্পতিবার এ খবর দিয়েছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। জানা গেছে, এই স্পেশ স্টেশনে তিনটি অংশ থাকবে। যা একটু একটু করে পাঠানো হবে মহাশূন্যে। মোট ছয়টি ধাপে পাঠিয়ে তৈরি হবে সমগ্র অংশটি। তিন অংশের যেটাতে গবেষণা হবে তার নাম দেওয়া হয়েছে ওয়েনতিয়ান। এই স্পেস স্টেশনটি দেখতে হবে ইংরেজি ‘টি’ অক্ষরের মতো। এর তিনটি মডিউলের দুইটির এক একটার ওজন হবে ২০ হাজার কেজি করে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতোই এই মহাকাশ স্টেশনে গবেষণা করতে পারবেন অন্যান্য দেশের বিজ্ঞানীরাও। শুধু চীনা বিজ্ঞানীদেরই প্রবেশাধিকার আছে এমন নয় আদৌ। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।