মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্ধারিত সময়ের বেশ কয়েক বছর আগে, ২০২৫ সালে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়ে বলেছে, নবায়নযোগ্য জ্বালানির খরচ কমে আসায় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রটি আর বাণিজ্যিকভাবে লাভজনক নয়। কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রটির মালিক প্রতিষ্ঠান অরিজিন এনার্জি তাদের বিনিয়োগকারীদের বলেছে, নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ বেড়ে যাওয়ার কারণে সিডনির কিছুটা উত্তরেই অবস্থিত ৪০ বছরের পুরনো বিশাল ইরারিং বিদ্যুৎকেন্দ্রটির পেছনে খরচ তুলনামূলক বেশি হচ্ছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটিতে চারটি ৭২০ মেগাওয়াটের কয়লাচালিত জেনারেটর ও একটি ৪২ মেগাওয়াটের ডিজেল জেনারেটর রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি ২০৩২ সালে বন্ধ করে দেওয়া কথা ছিল। অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। তাছাড়া পরিবেশ দূষণকারী এ জ্বালানি এর রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ উৎস। আবহাওয়া পরিবর্তন নিয়ে দেশিবিদেশি উদ্বেগ সত্ত্বেও অস্ট্রেলিয়ার বর্তমান সরকার আরও কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের পেছনে সমর্থন দিচ্ছে। অরিজিন এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক কালাব্রিয়া বলেন, ‘ আমরা আজ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে কেন্দ্রটি বন্ধের প্রাথমিক ঘোষণা দিয়েছি। ’ তবে কেন্দ্রটি বন্ধের উদ্যোগ শত শত কর্মীর জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বলেও স্বীকার করেন তিনি। ’ কেন্দ্রটিকে নতুন কোন কাজে ব্যবহারের উপযোগী করতে ও ৭০০ মেগাওয়াটের একটি ব্যাটারি বসাতে কম্পানিটি ২৪ কোটি অস্ট্রেলিয়ান ডলারের পরিকল্পনা হাতে নিয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।