Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাসপোর্ট কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ক্ষমতার অপব্যবহার করে ২ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করার মামলায় পাসপোর্ট অধিদফতর ফেনীর সহকারী পরিচালক মো. রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল (শুক্রবার) সকালে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ইনকিলাবকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। দুদক সূত্রে জান যায়, জনতা ব্যাংকের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কইমারী শাখার ব্যবস্থাপক থাকাকালে রেজাউল ইসলাম বিভিন্ন ভুয়া নামে ঋণ দেখিয়ে ২ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩৩০ টাকা আত্মসাৎ করেন। ঘটনার কিছুদিন পর ব্যাংকের চাকরি ছেড়ে তিনি পাসপোর্ট বিভাগে যোগ দেন। চলতি বছরের জুন মাসে ব্যাংক কর্তৃপক্ষ জলঢাকা থানায় একটি মামলা করে। মামলার তদন্তের দায়িত্ব আসে দুদকের ওপর।
দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ হক ভুঁইয়া গোপন সংবাদের ওপর ভিত্তি করে শুক্রবার সকালে তাকে নগরীর তাজহাট এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেন। এরপর তাকে সরাসরি কোতোয়ালী থানায় নিয়ে আসা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায় ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাসপোর্ট কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ