Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের একাধিক অঞ্চলে রেড অ্যালার্ট

শীতকালীন ঝড়ের সতর্কতা জারি যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

আবারও শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। এরই মধ্যে মার্কিন কর্তৃপক্ষ এই ঝড়ের কারণে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, ওকলাহোমাসহ বেশ কয়েকটি অঞ্চলে এরইমধ্যে তুষার ঝড়, প্রচণ্ড বাতাসসহ বজ্রপাতের সতর্কতা জারি করেছে। এছাড়া শুক্রবার পর্যন্ত বেশ কয়েকটি টর্নেডো অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এর মধ্যে মিসিসিপি, মিশিগান ও টেনেসিতে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এসময় অঞ্চলগুলোতে ভারি তুষারপাতের কারণে সড়ক, মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন। অন্যদিকে, ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে নেদারল্যান্ড, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও। ক্ষয়ক্ষতি এড়াতে দেড় শতাধিক ফ্লাইট বাতিল করেছে ডাচ কর্তৃপক্ষ। আর আয়ারল্যান্ডে আঘাত হেনেছে ঝড় ডাডলি। নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। খবরে বলা হয়, ভয়ঙ্কর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ইউনেস। ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইউনেস। এ আশঙ্কা থেকে যুক্তরাজ্যের কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চল ডেভন, কর্নওয়াল এবং ওয়েলসের দক্ষিণে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইউনেসের প্রভাবে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় প্রাণহানি, ঘর-বাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্নের আশঙ্কা রয়েছে। তাই, আগেভাগেই দেশটির উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এরই মধ্যে বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার ওয়েলসের সব ট্রেন শিডিউল স্থগিত করা হয়েছে। এবং এসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া ইংল্যান্ডজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় রাস্তা ও রেললাইনের ক্ষতি হতে পারে। লোকজনের ভ্রমণেও সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, ঝড় ইউনেসের প্রভাবে ঝোড়ো বাতাসসহ বিভিন্ন স্থানে ভারী তুষারপাত হতে পারে। বিবিসি,আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ