বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় ১৫৪ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৮ শতাংশ। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮৮ জনে।
এদিকে, গত এক দিনে করোনা আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় একজন মারা গেছেন। এদিন বিভাগের বাকি ৭ জেলায় করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে বিভাগের ৮ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪০ জনে।
শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, এদিন সর্বোচ্চ ১ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭ শতাংশে।
এ ছাড়া রাজশাহীতে ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৯ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। জেলায় করোনা সংক্রমণের হার ৯ শতাংশ। নাটোরে ৭১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৫ শতাংশ।
নওগাঁয় ৩৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশ। সিরাজগঞ্জে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৭ শতাংশ।
বগুড়ায় ২৫০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩ শতাংশ এবং জয়পুরহাটে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৭ শতাংশ।
এদিকে, বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ৯ হাজার ৫৯১ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৭ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ৩৪৯ জন। গত এক দিনে ভর্তি হয়েছেন ১২ জন।
করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৪০ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ জন বগুড়া জেলার বাসিন্দা।
এ ছাড়া রাজশাহীর ৩৪০ জন, নাটোরের ১৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৫০ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪২ জন মারা গেছেন।
বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৭ জন। গত এক দিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৫৯০ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।