Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিব কি সত্যিই অসুস্থ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

প্রথা মেনেই বিপিএলের ট্রফি উন্মোচন করলেন দুই ফাইনালিস্ট অধিনায়ক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস এলেন ঠিকই, কিন্তু ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের বদলে এলেন নুরুল হাসান সোহান!
সাকিব অবশ্য আসেননি অসুস্থ থাকার কারণে। পেটের পীড়ায় আক্রান্ত তিনি। আছেন বিশ্রামে। ফাইনালের আগে সাকিব অসুস্থ! বরিশাল অবশ্য এটি নিয়ে চিন্তিত নয়। কাল বিকেলের আগেই দলের সেরা খেলোয়াড় সুস্থ হয়ে উঠবেন বলে মনে করেন প্রধান নির্বাহী সাব্বির খান, সাকিব পেটের পীড়ায় ভুগছেন। এ কারণে আজ অনুশীলনে আসেননি। তবে ফাইনালে সাকিবের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই, বিষয়টি নিশ্চিত করেছেন সাব্বির খান, ‘আশা করি সমস্যা হবে না। এর মধ্যেই ঠিক হয়ে যাবে।’
তবে নুরুল হাসান কিছুটা বিভ্রান্তিরই জন্ম দিলেন। তিনি নাকি সাকিবকে দেখে এসেছেন জিমে, ‘সাকিব ভাই গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন। আমি দেখে এসেছি তিনি জিমে আছেন। সে কারণে হয়তো আসতে পারেননি। তাই আমার এখানে আসা।’ সাকিবের পেটের পীড়ার ব্যাপারটি নাকি জানেন-ই না, ‘এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে খুব বেশি কিছু আমি জানি না। সকালে দেখেছি উনি জিমে ছিলেন। তার পরেরটা আসলে আমি খুব বেশি জানি না। তবে আশা করি কালকের (আজকের) ম্যাচে তিনি থাকবেন।’ কুমিল্লা অধিনায়ক ইমরুলও সাকিবকে ‘মিস’ করলেন, ‘সাকিব আসলে ভালো লাগত। ভালো হতো। কারণ, সে একটা দলের অধিনায়ক। শুনলাম সাকিব শারীরিক অবস্থার কারণে আসতে পারেনি। অসুবিধা নেই। কালকের ম্যাচে তো দুজনের দেখা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ