গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেছেন, চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়েই চলছে। মূল্য বেড়ে যাওয়ায় মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। সুতরাং জনজীবনে স্বস্তি ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমাতে এবং নিয়মিত তদারকির মতো বাজার নিয়ন্ত্রনে সরকারের যে সব ব্যবস্থা রয়েছে সে সব ব্যবস্থাকে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি গ্রেফতারকৃত দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেম উলামা ও ইসলামী নেতৃবৃন্দের দ্রুত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা ও মহানগর শাখার নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মহানগর সহ-সভাপতি মাওলানা উমর ফারুক আল মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ নোমানী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা মোফাজ্জল হোসাইন ও মাওলানা তোফাজ্জল হোসাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।