Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ণবাদী হামলার ঘটনায় ১৭ ইসরাইলি আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫২ এএম

ফিলিস্তিনের পশ্চিত তীরের একটি গ্রামে বর্ণবাদী হামলা চালানোর অভিযোগে ১৭ ইসরাইলি নাগরিককে গ্রেফতার করেছে ইসরাইলের পুলিশ। দেশটির পুলিশ জানিয়েছে, আটক ১৭ ইসরাইলি নাগরিক হাওয়ারা গ্রামে ২৪ জানুয়ারি পাথর ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে একজন ফিলিস্তিনি গুরুতর আহত হন। হামলা করে তারা সাধারণ ফিলিস্তিনিদের গাড়ি, বাড়ি ও দোকানের ক্ষতি সাধন করেন। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা নিয়মিত ইহুদি অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিদের হামলার স্বীকার হন। এসব হামলার বিষয়ে অভিযোগ করলেও পুলিশ সাড়া দেয় না। ফলে বেশিরভাগ অপরাধীকে কোনো শাস্তি ভোগ করতে হয় না। ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’সালেম জানিয়েছে, ২০২০ সাল থেকে তারা ইহুদি ইসরাইলিদের এমন ৪৫১টি হামলার বিষয় নিবন্ধন করেছে। এসব হামলার ৬৬ ভাগে পুলিশ ঘটনাস্থলেই যায়নি। ফলে কাউকে গ্রেফতার হতে হয়নি। দ্য নিউ আরব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ