Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুয়েজ উপসাগরে বড় তেল খনির সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫২ এএম

মিসরের সুয়েজ উপসাগরে বড় তেলের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন ড্রাগন অয়েল কোম্পানি। গত দুই দশকে ওই অঞ্চলে সন্ধান পাওয়া সবচেয়ে বড় তেল খনি এটি। ধারণা করা হচ্ছে খনিটিতে একশ’ মিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে। ‘মিসর পেট্রোলিয়াম শো ২০২০’-এর এক বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে এই তেল খনির সন্ধান পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। ২০১৯ সালে মিসরের গালফ অব সুয়েজ অয়েল কোম্পানির কিনে নেয় ড্রাগন অয়েল কোম্পানি। ফলে সুয়েজ উপসাগরে সব রকম তেল সন্ধান ও উৎপাদনের দায়িত্ব পায় ড্রাগন অয়েল। কোম্পানিটির মিসর অঞ্চলের মানব সম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা বদরিয়া আহমেদ খালফান জানিয়েছেন, সুয়েজ উপসাগর থেকে তারা প্রতিদিন ৬৫ হাজার থেকে ৭০ হাজার ব্যারেল তেল উৎপাদনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা। ২০২১ সালে যে মাত্রা ছিলো ৬০ হাজার ব্যারেল। গালফ বিজনেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ