Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আসিয়ানের ভূমিকা নিয়ে বিভক্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫২ এএম

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর আসিয়ানের ভূমিকা নিয়ে বিভক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার জনমত। আঞ্চলিক সংস্থা হিসেবে আসিয়ান যে ভূমিকায় অবতীর্ন হয়েছিল তা নিয়ে অনেকেই সন্তোষ জানিয়েছেন। আবার অনেকেই বলছেন, এ সংকট সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেয়নি আসিয়ান। আইএসইএএস- ইউসুফ ইশহাক ইনস্টিটিউটের চালানো এক জরিপে জনমতের এই বিভক্ত অবস্থাটি উঠে এসেছে। গত বছরের শেষ দুই মাসে এই জরিপ চালানো হয়। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যদের কাছে বিভিন্ন আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক ইস্যুতে জানতে চাওয়া হয়। দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, জরিপে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর আসিয়ানের ভূমিকা নিয়ে ১ হাজার ৬৭৭ জনের কাছে প্রশ্ন করা হয়। এরমধ্যে অংশগ্রহণকারীদের ৩৭ শতাংশ আসিয়ানের ভূমিকায় সন্তোষ জানিয়েছেন। অপরদিকে এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন ৩৩ শতাংশ। নিরপেক্ষ ছিলেন ৩০ শতাংশ। এদিকে জরিপে যারা আসিয়ানের ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছেন তাদের ৪২.৫ শতাংশ মনে করেন, সংস্থাটি মিয়ানমারের সংকট সমাধানে মধ্যস্ততা করতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে। অপরদিকে আসিয়ানের ভূমিকার বিরুদ্ধে অবস্থান নেয়াদের ৪৫.৫ শতাংশ মনে করেন, ওই রাজনৈতিক ও মানবিক সংকট মোকাবেলায় আসিয়ান যথেষ্ট দ্রুততার সঙ্গে কোনো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। আসিয়ানের ভূমিকাকে অসমর্থন দেয়ার হার সবথেকে বেশি মিয়ানমারে (৭৮.৮%)। এরপরেই রয়েছে থাইল্যান্ড (৩৯.৩%) ও সিঙ্গাপুর (৩৭%)। অপরদিকে আসিয়ানের পদক্ষেপের পক্ষে সবথেকে বেশি প্রতিক্রিয়া এসেছে ব্রুনেই (৫৮.৫%) থেকে। এরপরেই রয়েছে ইন্দোনেশিয়া (৪৪.৩%)। এক ওয়েবিনারে আইএসইএএস-ইউসুফ ইশহাক ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রফেসর চ্যান হেং চি বলেন, মানবিক দিক থেকে বিবেচনা করলে আসিয়ান দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। কিন্তু আসিয়ানকি আরও দৃঢ় ভূমিকা রাখতে পারতো? কিছু প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত কারণে আসিয়ান চাইলেও দ্রুত পদক্ষেপ নিতে পারে না। কারণ সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যমতের বিষয় রয়েছে। আসিয়ানের সংবিধান অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রকে বহিস্কার করা সম্ভব নয়। স্ট্রেইট টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ