মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ার সিডনি শহরের কয়েকটি সমুদ্রতট (বিচ) বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হাঙ্গরের হামলায় এক সাঁতারুর মৃত্যুর পর আইকোনিক বোন্ডি অ্যান্ড ব্রন্টে বিচসহ একাধিক পর্যটন স্পট বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৬০ বছরের মধ্যে সিডনির কোনও বিচে এই ধরনের হামলা প্রথম। ঘটনাস্থলের কাছে হাঙ্গরের টোপ হিসেবে ব্যবহৃত ড্রাম লাইন বসানো হয়েছে। ঘটনাস্থলে এখনও কোনও হাঙ্গর আছে কিনা তা খতিয়ে দেখতে ড্রোন মোতায়েন করেছেন কর্মকর্তারা। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনি থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে লিটল বে বিচে বুধবার এক ব্যক্তির ওপর হাঙ্গরের আক্রমণের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত ওই সাঁতারুর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় র্যান্ডউইক কাউন্সিলের মেয়র ডিলান পার্কার বলেন, ‘এটা আমাদের পুরো জনগোষ্ঠীকে হতভম্ব করে দিয়েছে। আমাদের উপকূল আমাদের বাড়ির পেছনের আঙ্গিনা আর সেখানে এতো ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যুর ঘটনায় আমরা সম্পূর্ণ হতবাক।’ বার্ষিক একটি দাতব্য সাঁতার আয়োজনের কয়েক দিন পূর্বে এই হাঙ্গরের আক্রমণের ঘটনা ঘটেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।