Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রাজিলে বন্যায় প্রাণহানি ৯৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১১ এএম

ব্রাজিলের ঐতিহাসিক পার্বত্য শহর পেট্রোপোলিশে অন্তত ৯৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন স্থানীয় সরকারের কর্মকর্তারা। ভারি বর্ষণের কারণে বুধবার ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে, রাস্তা তলিয়ে এবং গাড়ি ভেসে গিয়ে এসব মৃত্যু হয়েছে। রিও ডি জেনিরোর পাহাড়ের ওপর অবস্থিত পেট্রোপোলিশ একটি সাম্রাজিক শহর। ১৯ শতকের ব্রাজিলীয় শাসকদের গ্রীষ্মকালীন অবকাশে ব্যবহৃত হয়েছে শহরটি। শহরটির প্রশস্ত সড়কগুলোতে বন্যার চিহ্ন রেখে গেছে ভারি বর্ষণ। গত মঙ্গলবার শহরটিতে একদিনে যে বৃষ্টিপাত হয়েছে তা পুরো ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টির চেয়ে বেশি। স্থানীয় বাসিন্দা হিলদার বাড়ি ভূমি ধসে চাপা পড়েছে। তিনি বলেন, ‘আমি ভাইঝি আর তার পাঁচ বছরের মেয়েকে হারিয়েছি। এখনও তাদের লাশ পাইনি। এই ট্রাজেডি আশা করিনি। আমাদের শহর শেষ হয়ে গেছে।’ মোরো দ্য অফিসিনা এলাকায় ৮০টিরও বেশি বাড়ি ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে কাজ করছে। রিও ডি জেনিরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো বলেন, ‘পরিস্থিতি প্রায় যুদ্ধের মতো... পুলে ঝুলছে গাড়ি, রাস্তায় উল্টে আছে, প্রচুর পানি ও কাঁদা এখনও রয়ে গেছে।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ