Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হিলি সীমান্তে বিএসএফ ও বিজিবি’র সৌজন্য স্বাক্ষাত

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫০ পিএম

দিনাজপুরের হিলি সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীর বিএসএফ’র নর্থ বেঙ্গলের আইজি অজয় সিং এর সাথে সৌজন্য সাক্ষাত করছেন দিনাজপুর বিজিজি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হিলি চেকপোস্ট গেটের শুন্য রেখায় ভারতীয় অংশে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এর আগে বিএসএফ’র আমন্ত্রণে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার সীমান্তের শুণ্য রেখায় এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফ’র নর্থ বেঙ্গলের আইজি অজয় সিং।

ওই বৈঠকে ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার এসএ শ্রী ভাস্তো ভা,জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল ইসলাম,ভারত পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের টুআইসি জেতা শংকর সিং উপস্থিত ছিলেন।

এসময় বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র নর্থ বেঙ্গলের আইজি অজয় সিংকে ক্রেষ্ট উপহার দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ