Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পর্ক ভাঙার জের : মালি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ফ্রান্সের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৫ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দীর্ঘ নয় বছর ধরে সেনারা দেশটিতে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালির সামরিক জান্তার সঙ্গে ক্রমবর্ধমান বৈরিতার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভাঙার পর সেনা প্রত্যাহারের ঘোষণা দিল ফ্রান্স।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) প্যারিসে এক সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, মালির সঙ্গে যেহেতু আমরা কৌশলগত দিক ভাগ করি না। তাই তাদের সঙ্গে আমরা সামরিকভাবে জড়িত থাকতে পারি না। এলিসি প্রাসাদে ইইউ এবং আফ্রিকান নেতাদের সঙ্গে বৈঠকের পর এই পদক্ষেপ নেওয়া হয়।

তবে ফ্রান্সের এই পদক্ষেপের ফলে মিশনের সঙ্গে জড়িত বেশ কয়েকটি দেশের জন্য বড় ধরনের নিরাপত্তা প্রভাব পড়বে।

এ বিষয়ে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা সতর্ক করে বলেছেন, ফ্রান্স সেনা প্রত্যাহার করলে আঞ্চলিক সরকারগুলির ওপর বোঝা বাড়াবে। আর আমরা প্রতিরক্ষা বাহিনী বাড়াতে এবং আমাদের সীমান্তের সুরক্ষা বাড়াতে বাধ্য হব।

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল বলেছেন, আমি বুঝতে পেরেছি কেন ফ্রান্স মালি থেকে তার সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, আমাকে আশ্বস্ত করা হয়েছে যে সাহেলে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে তারা।

উল্লেখ্য, ২০১৪ সালে ফরাসী সামরিক বাহিনীর নেতৃত্বে আফ্রিকার সাহেল অঞ্চলে ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে অপারেশন বরখানে নামে বিদ্রোহী দমন অভিযান শুরু হয়। সেখানে ফ্রান্সের ৫১শ সেনা রয়েছে। এই অঞ্চলে ফ্রান্স সেনাদের মিশনের সদর দপ্তর চাদে। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হল্যান্ড ২০১৩ সালে বিদ্রোহীদের দমনে মালিতে হস্তক্ষেপ করেন। ওই বিদ্রোহীরা পশ্চিম আফ্রিকার দেশ মালির অংশ বিশেষ শাসন করতেন। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ