Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ৫ খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ ও হাটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালে তিতাস গ্যাসের যাত্রামুড়া শাখার (জোবিঅ সোনারগাঁও)সহ প্রকৌশলী আসাদুজ্জামান আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে হাটিপাড়া এলাকার ফারুক মিয়ার মালিকানাধীন খাবার হোটেলকে ৩ হাজার, আব্দুল মান্নানের খাবার হোটেলকে ১০ হাজার, আশিকুল্লাহ মিয়ার খাবার হোটেলকে এক লাখ, কর্ণগোপ এলাকার আব্দুল বারেকের খাবার হোটেলকে ৩ হাজার ও করিম মিয়ার খাবার হোটেলকে ৫ হাজার জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। এছাড়া তাৎক্ষণিক ওই ৫টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের যাত্রামুড়া শাখার (জোবিঅ সোনারগাঁও) ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মোমেন তালুকদার, উপ-ব্যবস্থাপক মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী কাউছার আহাম্মেদ পলাশ, রাইজার টিম সুপার ভাইজার ইসমাইল হোসেন, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান, সুলতান আহাম্মেদ, মিজানুর রহমান প্রমুখ। সহ-প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ জানান, তিতাস গ্যাসের যাত্রামুড়া শাখার (জোবিঅ সোনারগাঁও) আওতায় রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁও, গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় খাবার হোটেলসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছে। এসব অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে ৫ খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ