Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ঘন্টা এগিয়ে বিপিএলের ফাইনাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

 বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ বিকেলের ম্যাচগুলো শুরুর সময় সাড়ে ৫টা। তবে শুক্রবার হলে খেলা শুরু হতো সন্ধ্যা সাড়ে ৬টায়। বিপিএলের ফাইনাল শুক্রবারে পড়লেও খেলা সাড়ে ৫টাতেই শুরু হবে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সময় বদলের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ । নতুন সিদ্ধান্তে ১৮ ফেব্রæয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ৮ম আসরের ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
অনেক প্রতিক‚লতার মাঝে গত ১৮ জানুয়ারি ছয় দলকে নিয়ে শুরু হয় এবারের বিপিএল। মাসব্যাপী ৩৪ ম্যাচ শেষে ১৮ ফেব্রæয়ারির এই ফাইনাল দিয়ে শেষ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অষ্টম আসর। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে এরমধ্যেই বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। গতকালই দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় কুমিল্লা। ম্যাচে বদলে যাওয়া চট্টগ্রামকে কাঁদিয়ে ফাইনালে বরিশালের সঙ্গী হয় দুইবারের চ্যাম্পিয়ন ইমরুল কায়েসের দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ