Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিনতাইকারীদের হামলায় আহত ৩ নগদ টাকা ও মোবাইলফোন লুট

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে ছিনতাইকারীদের হামলায় ৩ জন পথচারী আহত হয়েছে। এ সময় ছিনতাইকারীরা পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বাগুয়ান-মাদাপুর সড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাদপুর গ্রামের সুজন, মোহন ও দিপু মথুরাপুর বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১০-১২ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে হামলা চালায়। ছিনতাইকরীরা পথচারীদের বেধড়ক মারপিট করে আহত করে তাদের কাছ থেকে ৩টি মোবাইলফোন ও নগদ প্রায় ২০ হাজার টাকা ছিনতাই করে ঘটনাস্থল থেকে নির্বিঘেœ চলে যায়। খবর পেয়ে মথুরাপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ৩ পথচারীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়। তবে ছিনতাই হওয়া অর্থ-সম্পদ উদ্ধার বা ছিনতাইকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাইকারীদের হামলায় আহত ৩ নগদ টাকা ও মোবাইলফোন লুট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ