Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর সাথে সংসার করতে অনশনে স্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

স্বামীর সাথে সংসার করতে চান। সে কারণেই অনশনে বসেছেন প্রথম স্ত্রী। মঙ্গলবার দুপুর ২টা থেকে অনশনে বসেন তিনি। এই ঘটনা পশ্চিমবঙ্গের ডোমকল থানার আলীনগর এলাকার। গোলাম সারোয়ার নামের এক ব্যক্তির বাড়ির সামনে অনশনে থাকতে দেখা গেছে তার প্রথম স্ত্রী রেহেনা পারভিনকে। দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধ্যা তবুও বাড়ির দরজা না খোলায় গেটের সামনেই সন্তানকে নিয়ে বসে পড়েন। এই শীতের মধ্যেও এমনটা করতে বাধ্য হয়েছেন তিনি। দীর্ঘ সময় পর ঘটনাস্থানে ডোমকল থানার পুলিশ গিয়ে অনশনে থাকা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কয়েক বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। এরপর তাদের ঘর আলো করে সন্তানের জন্ম হয়। সবকিছু ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করেই সাজানো স্বপ্ন ভেঙে গেলো। প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে আসায় আবার বিয়ে করেছেন গোলাম সারোয়ার। তার প্রথম স্ত্রী তার বিরুদ্ধে এমন অভিযোগই তুলেছেন। ওই নারীর বাবা বলেন, মেয়েকে তার স্বামীর সংসারে দেওয়ার জন্য নিয়ে এসেছি। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির গেট খোলেনি কেউ। তাই মেয়ে অনশনে বসেছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ