Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাচ্চা ভুতুড়ে হাঙ্গরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নিউ জিল্যান্ডের বিজ্ঞানীরা একটি বাচ্চা ভুতুড়ে হাঙ্গরের সন্ধান পেয়েছেন; মাছের স্বল্প পরিচিত এই প্রজাতিটি মহাসাগরের গভীরে ছায়াময় স্থানে বসবাস করে। ভুতুড়ে হাঙ্গর চিমায়েরা নামেও পরিচিত। এসব হাঙ্গর খুব কম দেখা যায় আর এদের বাচ্চা বয়সীদের দেখা যায় আরও কম। বিজ্ঞানীরা নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাছে মহাসাগরের প্রায় ১২০০ মিটার গভীর থেকে সদ্য ডিম ফুটে বের হওয়া বাচ্চা ভুতুড়ে হাঙ্গরটিকে সংগ্রহ করেছেন বলে বিবিসি জানিয়েছে। এ বাচ্চাটিকে সংগ্রহ করতে পারায় এখন প্রজাতিটির প্রাথমিক জীবন গভীরভাবে বোঝা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদলের সদস্য ড. ব্রিত ফানুচ্চি জানিয়েছেন, পানির নিচে মাছসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা নিয়ে গবেষণা করার সময় হঠাৎ করেই এই শিশু হাঙ্গরটিকে পাওয়া যায়। বিবিসিকে তিনি বলেন, “সাগরের গভীরে বাস করে এমন প্রজাতি পাওয়া সাধারণত কঠিন আর ভুতুড়ে হাঙ্গরের মতো কিছু পাওয়া তো আরও কঠিন। এগুলোর ধরনধারণ বেশ রহস্যময়।” নিউ জিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড অ্যাটমোস্ফেরিক রিসার্চের এই বিজ্ঞানীদের বিশ্বাস, এই বাচ্চা হাঙ্গরটি সদ্য ডিম ফুটে বের হয়েছে, কারণ এর পেট এখনও ডিমের কুসুমে ভরা রয়েছে। ভুতুড়ে হাঙ্গররা সাগরের তলদেশে ডিম ভরা ক্যাপসুল পেড়ে রাখে, এসব ক্যাপসুলেই কুসুম খেয়ে তাদের ভ্রুণের বৃদ্ধি ঘটে, এরপর সেগুলো ফুটে বাচ্চা বের হয়। ভুতুড়ে হাঙ্গররা প্রকৃতপক্ষে হাঙ্গর নয়। কিন্তু হাঙ্গর ও রে-র সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত মাছের একটি প্রজাতি। এদের মেরুদণ্ডও তরুণাস্থি দিয়ে গঠিত। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ